সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক বখাটে দশম শ্রেণির এক ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে
মঙ্গলবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের সরিশ্যাম গ্রাম সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে ধর্মপাশা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিটু মিয়া নামের এই বখাটে একই গ্রামের শামসুল হকের ছেলে। সে প্রায় দুই বছর ধরে উপজেলার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এব্যাপারে পরিবারের কাছে নালিশ জানিয়েও কোন ফল হয়নি।
অভিযোগ পেয়ে ধর্মপাশা থানা পুলিশ বখাটে টিটু মিয়াকে গ্রেফতারে অভিযানে নেমেছে বলে এসআই আজিজুর রহমান জানিয়েছেন।
Leave a Reply