সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার সেলবরস ইউনিয়নের কাকিয়া গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষ বাঁধে। এতে গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক জুয়েল মিয়া প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাক ও হেলিম মিয়াকে আটক করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply