সুনামগঞ্জ প্রতিনিধি : এক নারীকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ ও তার ঘনিষ্ঠ বন্ধু মোহনগঞ্জ পৌর এলাকার বাসিন্দা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিকের শাস্তির দাবিতে আবারো মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আছমা আক্তার, খুকি আক্তার ও এলিজা।
তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এই দু’জন কোটি কোটি টাকার মালিকও বনে গেছেন।
মানববন্ধন থেকে শামীম আহম্মেদ মুরাদ ও রেজুয়ান আলী খান আর্নিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
Leave a Reply