সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই জলমহালে মৎস্যজীবী শ্যামাচরণ বর্মণ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সিলেট বিভাগীয় বাংলাদেশ ক্ষত্রিয় বর্মণ সম্প্রদায়ের ইতিহাস অনুশীলন ও কল্যাণ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট বিভাগীয় আহবায়ক সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, যুগ্ম আহবায়ক সুধীর রঞ্জন বর্মণ, সদস্য সচিব বীরলাল বর্মণ, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি রাজ কুমার বর্মণ, সাধারণ সম্পাদক লিটন বর্মণ, সিলেটের সংস্কৃতিকর্মী মো আব্দুল করিম, শ্যামাচরণ বর্মণের ছেলে চন্দন বর্মণ ও লেখক সজল চন্দ্র সরকার।
উল্লেখ্য, ধর্মপাশা উপজেলার সুনই জলমহাল নিয়ে দুই মৎস্যজীবী সমিতির দ্বন্দ্ব চলছিল দুই বছর ধরে। জলমহালের খাজনা পরিশোধ করে দুই পক্ষই এর মালিকানা দাবি করে আসছে। সম্প্রতি চন্দন বর্মণ পক্ষ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।
গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টায় সুনই জলমহালপাড়ে চন্দন বর্মণ পক্ষের মাছের খলা পুড়িয়ে দেওয়া হয় এবং চন্দন বর্মণের পিতা শ্যামাচরণ বর্মণকে গলা কেটে হত্যা করা হয় বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
Leave a Reply