সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের আলাদা আলাদা কর্মী সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান উপজেলা সদরে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সিদ্ধান্ত তাৎক্ষণিক মাইকে প্রচার করা হয়। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস দুপুরে শহরের মধ্যবাজারে দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ আহ্বান করেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ ও সাবেক উপজেলা সভাপতি রফিকুল হাসান চৌধুরী শহরের বঙ্গবন্ধু মোড়ে পাল্টা কর্মী সমাবেশের ডাক দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply