সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ডুবাইল জলমহালে অবৈধভাবে মাছ ধরার সময় ৪০ জেলেকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বাড়ি নেত্রকোনা এবং ময়নসিংহের পূর্বধলা, গৌরিপুর ও শ্যামগঞ্জ এলাকায়।
ধর্মপাশা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম আহমদ জানান, এই জেলেরা দেশীয় অস্ত্র ও নিষিদ্ধ জাল নিয়ে বৃহস্পতিবার বিকেলে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সুবংশপুর মৎস্যজীবী সমবায় সমিতির মালিকানাধীন ডুবাইল জলমহালে দুটি পিকআপে করে অবৈধভাবে মাছ ধরতে গেলে এলকাবাসী তাদের আটক করেন। শুক্রবার তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
জেলা পরিষদ সদস্য শামীম আহমদ মুরাদ জানান, অবৈধভাবে মাছ ধরায় সুবংশপুর মৎস্যজীবী সমবায় সমিতির প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার জানান, এ ঘটনায় ধর্মপাশা থানায় জলমহালের ম্যানেজার বাদি হয়ে ৪০ জনকে আসামি করে মামলা করেছেন।
Leave a Reply