সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকারের পাশাপাশি প্রবাসীরা দেশের উন্নয়ন ও বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ও সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের যৌথ উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দক্ষিণ সুরমার ১০ ইউনিয়ন ও সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও সহসাধারণ সম্পাদক শামীম আহমদের যৌথ পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।
আরও বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহীদুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহমদ খান, দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সারওয়ার আলম মিতুন, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, সহপ্রচার সম্পাদক আব্দুল খালিক ও কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিরুল।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply