নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরো বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মন-মানসিকতারও উন্নয়ন প্রয়োজন। তাহলে দ্বন্দ্ব-সংঘাত কমে আসবে।
শনিবার সকালে ‘গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আবদুল হান্নান, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের বিভাগীয় উপ পরিচালক জাকারিয়া। এছাড়া বক্তব্য রাখেন, জাতীয় প্রকল্প সমন্বয়ক সরদার এম আসাদুজ্জামান। পরে স্থানীয় সরকার সিলেটের উপ পরিচালক দেবজিৎ সিনহার পরিচালনায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply