নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ব্যবসায়ীদেরকে দ্রুত ট্রেড লাইসেন্স নবায়ন সেবা দিতে সিলেট সিটি কর্পোরেশন ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু করেছে।
সিসিকের বর্ধিত অংশসহ মহানগরীর সকল ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নবায়ন যাতে কম সময়ে করা যায় সে জন্যেই নগর ভবনে বিশেষ এই সেবা কার্যক্রম চালু করা হলো।
সোমবার বিকেলে এই ‘ওয়ান স্টপ’ সার্ভিস উদ্বোধন করেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দ্রুত সময়ে নাগরিক সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে।
নতুন অর্থবছরে ট্রেড লাইসেন্স নবায়নের জন্যে তিনি মহানগরীর ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী ও সিসিকের লাইসেন্স কর্মকর্তা মো আসাদুজ্জামান।
উপস্থিত ছিলেন, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মো ছয়ফুল আমীন, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, লাইসেন্স পরিদর্শক রুবেল আহমদ নান্নু, লাইসেন্স পরিদর্শক শামীম আহমদ, লাইসেন্স পরিদর্শক নাহিদ আজিজ, ফখরুল ইসলাম প্রমুখ।
মেয়র আরিফুল হক চৌধুরী নাগরিকদের হাতে নবায়নকৃত লাইসেন্স তুলে দেন।–সুত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply