ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ২য় সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইমজা কার্যালয়ে এর উদ্বোধন করেন, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ড আহমদ আল কবির।
ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও জেলা পরিষদ সদস্য শামীম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফুল কবির। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।
Leave a Reply