সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড আয়োজিত কাউন্সিলর কামরান কাপ ব্যাডমিন্টন দ্বৈত টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে।
শুক্রবার রাতে মহানগরীর বাগবাড়ি বর্ণমালা স্কুল মাঠে এ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়। সকলের জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টে পেশাদার ও অপেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
টুর্নামেন্টের প্রবর্তক সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রেজাউল হাসান লোদী কয়েছ, রেজওয়ান আহমেদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ সভাপতি সুজিব রঞ্জন দাস।
অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং প্রথমবার আয়োজন করেই সিলেট ব্যাডমিন্টন একাডেমির বাংলাদেশের আউট ডোর টুর্নামেন্টের সফল পৃষ্ঠপোষক মনোনীত হওয়ায় সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরানকে অভিনন্দন জানান।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি এম রশিদ আহমদ।
Leave a Reply