নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার, ৭ জানুয়ারি (২২ পৌষ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পাঁচ বছর পর দেশব্যাপী ভোট উৎসবে মাতবে জাতি। সকাল ৮টায় শুরু হবে বিরতিহীন ভোট গ্রহণ। শেষ হবে বিকেল ৪টায়। মধ্যরাতের দিকে নতুন সরকার গঠন স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি সহ নিবন্ধিত ২৮টি রাজৈনৈতিক দল। প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৭০। এর মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র। ভোটার পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ আর নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৮৪৯ জন ভোটার রয়েছেন। সর্বমোট ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
সিলেট জেলায় ৬টি আসনে প্রার্থী ৩৫ জন। সর্বমোট ভোটার সংখ্যা ২৭ লাখ ১৩ হাজার ৫০৬। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ৯১ হাজার ২৪১ আর নারী ১৩ লাখ ২২ হাজার ২৫৫। এছাড়া তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন। মোট ১ হাজার ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
শনিবার জেলা প্রশাসক কার্যালয় ও সিলেট জেলা পরিষদ ভবন এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি প্রিজিইডিং অফিসাররা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যান। এর মধ্যে দূরত্ব বিবেচনায় ৭৫টি কেন্দ্রে ব্যালট পেপারও সরবরাহ করা হয়েছে। অন্যান্য ভোটকেন্দ্রের জন্যে রাত ৩টায় ব্যালট পেপার সরবরাহ করা হবে।
সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র্যার, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্ট্রাইকিং টিমও মাঠে থাকছে।
সিলেট মহানগরীর ২০৬টি ও জেলার অন্যান্য এলাকার ৪৪৭টি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্ব বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply