বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলার উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার প্রতাবপুর দাখিল মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আখতার হোসাইন জাহেদ। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আবদাল হুসাইন অপু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার। আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান ছাদিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছালিক আহমদ সুমন, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ূম, অফিস সম্পাদক নূর হোসেন, সাবেক জেলা নেতা রেজাউল করীম জালালী ও মারুফ হোসাইন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন।
দক্ষিণ সুনামগঞ্জ : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আক্তাপাড়া আলিম মাদরাসায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাফিজ মাজিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, জেলা সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সাদিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, জেলা সহ সাংগঠনিক সম্পাদক আলী মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক হাফিজ শাহিন আলম, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন ও আক্তাপাড়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদিন।
প্রশিক্ষক ছিলেন সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আতাউর রহমান ও সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল হক। পরিচালনায় ছিলেন সহ সভাপতি সফিকুল ইসলাম রাহীন ও সাধারণ সম্পাদক আমির হোসাইন।
Leave a Reply