সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে।
এ অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বুধবার দুপুরে নরসিংপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটি ও পুষ্পায়ন সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী তাজমিন আক্তার কলি, দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা মুন্নী, কয়ছর আহমেদ চৌধুরী, মনোয়ার আলী মনর, হাফিজুল ইসলাম, মকবুল হোসেন ও মোহাম্মদ বিল্লাল।
Leave a Reply