নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ছোট ভাই হত্যামামলার এজাহারভুক্ত আসামি বড় ভাইকে গ্রেফতার করেছে।
গত ২৫ নভেম্বর সকাল অনুমান ৮টায় যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ী গ্রামে সুরুজ আলীর ছেলে হিরন মিয়ার (৪০) সঙ্গে তার অন্য ভাই-ভাবীদের কথা কাটাকাটি হয়। একপযার্য়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হিরন মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক হিরন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় হিরন মিয়ার স্ত্রী বাদি হয়ে চার জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ২৭ নভেম্বর একটি হত্যামামলা দায়ের করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ২৭ নভেম্বর রাতে দোয়ারাবাজার থানাধীন কাঁঠালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রিপন মিয়াকে (৪৭) গ্রেফতার করে। তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply