সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ র্যাব-৯ সিপিসি-৩ এর সদস্যরা দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় র্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের উপ-অধিনায়ক এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ময়না মিয়া ওরফে মনা। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও দৌলতপুর গ্রামের আশ্রব আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছে।
Leave a Reply