সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চাল উদ্ধার ও ডিলারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনয়নের লামাগাঁও বাজারে পৃথক অভিযান চালিয়ে খাদ্য বিভাগ ও পুলিশ এই চাল উদ্ধার করে।
পুলিশ জানায়, দোয়ারাবাজার উপজেলার ডিলার মাসুক আলমের দোকান থেকে ১৪ বস্তা ও আফসরনগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা এবং তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ও তাহিরপুর থানার এস আই জহরলাল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply