সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা আব্দুল হাকিমকে সভাপতি ও সাংবাদিক মাসুম হেলালকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে।
শনিবার বিকেলে শহরের কাজির পয়েন্টে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিতে দুই বছর মেয়াদী এই কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি আসকর আলী ও আমিনুল ইসলাম সেলিম, যুগ্ম সম্পাদক ভূপতি দাস ও গুরুধন দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, দফতর সম্পাদক নাসির খান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জহুরা খাতুন, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বজলুল হাসান চৌধুরী রুহেল এবং সদস্য ফয়েজুর রহমান, আলী আহমদ, খলিলুর রহমান, বাহারুল ফেরদৌস, মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল গাফফার ও রোয়াব আলী।
Leave a Reply