সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিম্নআয়ের ১৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জাহানারা চৌধুরী ফাউন্ডেশন, সিলেট মেট্রোপলিটন ও মাওলানা আব্দুল মোছাব্বির ওয়েলফেয়ার ট্রাস্ট্রের যৌথ উদ্যোগে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, পিঁয়াজ ও গুড়সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মকবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে এই খাদ্যসহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
Leave a Reply