সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের ছাতক দোয়ারাবাজার সড়কে ডিগ্রি কলেজের সামনে থেকে সরকারি খাদ্য গুদামের ৬০ বস্তা চাল সহ দুই পিকআপ আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টায় উপজেলা খাদ্যগুদাম থেকে দুই পিকআপ ভ্যানে করে ৬০ বস্তা চাল নিয়ে ছাতক উপজেলায় যাবার পথে পিকআপ দুটি আটক করা হয়। ভ্যান দুটির চালক রিপন মিয়া এবং শাহেদ আলীকেও আটক করা হয়েছে। তবে এই চাল কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার এ এসআই ফরিদ জানান, ভ্যান চালক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে।
Leave a Reply