সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশু ফয়সালের খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার বাংলাবাজারে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রনেতা শাহ জালালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, মানিক মিয়া, ফজলুর রহমান, উস্তাদ আলী, মনসুর আহমদ ও মাস্টার আনোয়ার হোসেন।
বক্তারা, হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান।
উল্লেখ্য, ৫ জানুয়ারি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের প্রবাসী শফিক মিয়ার চার বছর বয়সী একমাত্র শিশুপুত্র ফয়সাল ফুফুর বাড়িতে বেড়াতে গেলে সেই গ্রামের কুরবান আলীর ছেলে তোফায়েল আহমদ তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে বলে স্বীকার করেছে।
পুলিশ ফয়সালের মরদেহ নদীর চরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ ২৭ এপ্রিল তোফায়েল আহমদকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। পরে সে আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
Leave a Reply