সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের বাগবেড় এলাকায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী আক্তারপাড়া গ্রামের কয়েকজন যুবক শিশুটিকে তুলে নিয়ে ইউনিয়ন কমপ্লেক্স ভবনের পিছনে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকার লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। প্রথমে শিশুটিকে সুনামগঞ্জ সদর হাপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির মা তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply