সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে সর্দি, কাশি ও গলাশুকানো জনিত কারণে এক যুবকের মৃত্যুর পর ৩শ বাড়ি লকডাউন করা হয়েছে।
বক্তারপুর গ্রামের জগলু মিয়ার ছেলে আব্দুস সালাম (২৫) মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে নিজের বাড়িতে মারা যায়। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সে গত কয়েকদিন ধরে সর্দি, কাশি ও গলা শুকিয়ে যাওয়া সমস্যায় ভুগছিল।
খবর পেয়ে প্রশাসন রাতেই ১০টি বাড়ি লকডাউন করে। পরে বুধবার সকালে বক্তারপুর গ্রামের ৩ বাড়িকে লকডাউন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা দেলোয়ার হোসেন সুমন জানান, আব্দুস সালামের নমুনা সংগ্রহ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply