সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৭ জন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গ্রামের মসজিদের ডোবায় আরাফাত আলীর লোকজনদের মাছ ধরতে নিষেধ করেন গ্রাম পঞ্চায়েতের লোকজন। এতে শ্যামল বাজারে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরফাত আলী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫১ রাউন্ড শর্টগানের গুলি ও ১১ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply