সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি ক্যাম্পের পাশে বালুচর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম ফয়সল আহমেদ (৫)। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী শফিক মিয়ার ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টায় এলাকার লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে দোয়ারাবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
ফয়সল আহমেদ ৪ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয় বলে তার নিকটাত্মীয় শাহিন মিয়া জানিয়েছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন দাস মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply