সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক মুজিবুর রহমানের অপসারণ দাবিতে শিক্ষার্থী ক্লাস বর্জন অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার ক্লাস বর্জনের দ্বিতীয় দিন দুপুরে নরসিংপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটি, পুষ্পায়ন সমাজকল্যাণ সংস্থা ও লাইভ শেয়ারের যৌথ উদ্যোগে ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধনও করা হয়। এতে বক্তব্য রাখেন, দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা মুন্নী, একাদশ শ্রেণির শিক্ষার্থী তাজমিন আক্তার কলি, কয়ছর আহমেদ চৌধুরী, মনোয়ার আলী মনর, হাফিজুল ইসলাম, মকবুল হোসেন ও বিল্লাল।
Leave a Reply