ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, বন্যায় ভাটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। গরীব অসহায় মানুষের সহায়তায় সম্পদশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ।
বৃহস্পতিবার প্রত্যয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের বন্যার্ত ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দীন ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হকের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মাওলানা এ কে এম ফরিদ উদ্দীন। আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মাওলানা দিলোয়ার হোসেন ও সমাজসেবক আব্দুল আউয়াল।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply