সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের ধানক্ষেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২টায় লাশটি উদ্ধার করে। লাশটি সদর ইউনিয়নের ধলেরগাঁও গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মো আব্দুস সাত্তারের (৫৫)।
পুলিশ জানায়, আব্দুস সাত্তার প্রতিদিনের ন্যায় বুধবার রাত ৯টায় খাওয়াদাওয়া শেষে বাড়ি থেকে বের হন; কিন্তু আর ফিরে আসেননি। সকালে গ্রামের লোকজন ধানক্ষেতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে গ্রেরণ করা হয়েছে।
Leave a Reply