সুনামগঞ্জ প্রতিনিধি : পাওনা টাকাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর ও চণ্ডিপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ পুলিশ ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায় যায়, চণ্ডিপুর গ্রামের হারিছ আলীর নিকট হতে পার্শ্ববর্তী ইদনপুর গ্রামের বাবুর্চি ফয়জুল হক একহাজার টাকা ধার নিয়েছিলেন। মঙ্গলবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে ফয়জুল হকের কাছে হারিছ আলী টাকা ফেরৎ চাইলে দুই জনের মধ্যে কথা টাকাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন শ্যামলবাজারে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply