সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা-হকনগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় হকনগর বাজারে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ সদস্য খোরশেদ আলম।
তিনি অভিযোগ করেন, বাঁশতলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি অস্ত্র ব্যবসায়ী রূপচাঁন ওরফে হাবিব, কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নূরু মিয়া ও বাঁশতলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে গোলাপ মিয়া সহ প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে হকনগর বাজার ও আশপাশের এলাকায় এই চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের অর্থ ও পেশী শক্তির কারণে কেউ মুখ খুলতে সাহস পায়না।
তিনি সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply