সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে গৃহবধূ সুমা আক্তারের অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণিতে আহুত সংবাদ সম্মেলন সুমা আক্তারের স্বজনরা এ দাবি জানান।
স্বজন ইকবাল হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছই গ্রামের মরম আলীর ছেলে সেলিম মিয়ার সাথে সুমা আক্তারের বিয়ে হয়; কিন্তু বিয়ের পর থেকেই স্বামী সেলিম মিয়া, শ্বশুর মরম আলী ও ননদ শাহেনা বেগম যৌতুকের টাকার জন্যে তাকে নির্যাতন করছিল।
গত ১৭ জুন শারীরিক নির্যাতনে সুমা আক্তার প্রাণ হারায়। তবে শ্বশুরবাড়ির লোকজন এই মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুমা আক্তারের পিতা আবুল কালাম, দাদা আব্দুল শহীদ, বোন রীমা আক্তার এবং স্বজন রাজা মিয়া ও জামাল উদ্দিন।
Leave a Reply