শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সামাজিক সংগঠন আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থা বিদ্যাজননী যুবক ফোরামের পূজামণ্ডপে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করেছে ।
শনিবার দিনব্যাপী বিভিন্ন পেশার ৩৫১ পূজারীকে এই ম্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান সুহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আক্তার রুনা, কার্যকরী সদস্য আলী আকবর, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুনিল দাস, দোয়ারাবাজার শাখার সদস্য ডা মিতুল চক্রবর্তী রাতুল, ছাতক উপজেলা শাখার সদস্য মাহফুজুর রহমান তুহিন, জুবায়ের হোসেন ও জিসান মাহমুদ মান্না।
Leave a Reply