আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম বলেছেন, আজমিরীগঞ্জে ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালের সময় পুলিশের গাড়ি ভাংচুর ও দুটি মোটর সাইকেল পোড়ানোর ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।
তবে তিনি নিশ্চিত করেছেন, নিরপরাধ বা নিরীহ কাউকে কোন ধরনের হয়রানি করা হবে না।
মঙ্গলবার দুপুরে গাড়ি ভাংচুর ও মোটর সাইকেল পোড়ানোর ঘটনাস্থল উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় যাত্রীছাউনি এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানিযাচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন ও আজমিরীগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম।
Leave a Reply