নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১৪৪ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার যোগিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় এই বিদেশী মদসহ দোয়ারাবাজার উপজেলার যোগিরগাঁওয়ের মৃত আমির আলীর ছেলে সাঈদ ও মৃত আব্দুল খালেকের ছেলে মো রাসেলকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জব্দকৃত আলামতসহ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব-৯ এক তথ্য বিবরণীতে জানিয়েছে।
Leave a Reply