নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে নিখোঁজ বাক প্রতিবন্ধী কিশোর মহিউদ্দিনকে ৫ দিনের মধ্যেই সিলেটের কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করলো।
গত ২৫ আগস্ট দোয়ারাবাজার উপজেলার কেবলাই গ্রামের নোয়াব আলীর প্রতিবন্ধী ছেলে মহিউদ্দিন (১৫) নিখোঁজ হয়।
এ খবর জানতে পেরে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে জেলার সকল থানাকে অবগত করতে নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে সিলেট জেলা পুলিশের ব্যাপক তৎপরতায় মঙ্গলবার, ২৯ আগস্ট বিকেলে কানাইঘাট থানা পুলিশের একটি চৌকস দল বাক প্রতিবন্ধী কিশোর মহিউদ্দিনকে কানাইঘাট হতে উদ্ধার করতে সক্ষম হয়।
মহিউদ্দিনের খবর তার বাবাকে জানালে তিনি সিলেট জেলা পুলিশ সিলেটকে ধন্যবাদ জানান। এ খবর পাওয়া পর্যন্ত বাক প্রতিবন্ধী কিশোরকে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। সূত্র তথ্য বিবরণী
Leave a Reply