সুনামগঞ্জ প্রতিনিধি : দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক শেরগুল আহমদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের উকিলপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গণমাধ্যমকর্মী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোহনা টেলিভিশন প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, আর টিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, এস এ টিভি প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদ ও বিজয় টিভি প্রতিনিধি অরুণ চক্রবর্তী।
বক্তারা বলেন, শেরগুল আহমদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকায় গ্রেফতার করেছে।
তারা অবলিম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Leave a Reply