দৈনিক সিলেট বাণীর সম্পাদক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রী গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাফগেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
সিলেট-২ আসনের সাংসদ ইয়াহহিয়া চৌধুরী এহিয়া এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে প্রকাশ করেছেন সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, যুগ্ম সম্পাদক এনামুল হক মামুন, কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, দফতর সম্পাদক শুকরান আহমেদ রানা, প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের, মোহাম্মদ খালেদ মাসুদ রনি, আশিক আলী, এম আর টুনু তালুকদার ও ছালেহ আহমদ শান্ত।
গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করেন সভাপতি এম এ মতিন, সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন, মো করিম মাহমুদ লিমন, প্রচার সম্পাদক দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, নির্বাহী সদস্য এম এ মালেক, মনজুর আহমেদ, হারুন অর রশিদ, সদস্য ইলিয়াছ আকরাম, ইব্রাহীম খলিল প্রমুখ।
জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক সাংসদ অ্যাডভোকেট নূরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হিরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিদার আলম কল্লোল, দফতর সম্পাদক মুক্তিযোদ্ধা আনিমুল হক ভূঁইয়া ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী গোলাম মর্তুজা শোক প্রকাশ করেছেন।
রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির আহ্বায়ক তৈয়বুর রহমান নানু, সদস্য সচিব জি ডি রুমু, সদস্য মনির উদ্দিন চৌধুরী, মো আবুল বশর, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মাহবুবুল আলম মিলন, মো গুলজার আহমদ, তানভীর হোসেন রহিম ও মো আবুল হাসান জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান ও সাধারণ সম্পাদক কেএম আবদুল্লাহ আল মামুন সংগঠনের পক্ষে শোক জ্ঞাপন করেন।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশাহিদ আহমদ ও সদস্য সচিব মতিউর রহমান সহ সকল সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খান ও সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন সোয়েব সংগঠনের পক্ষে শোক জ্ঞাপন করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম শোক প্রকাশ করেছেন।
সিলেট সিটি কর্পোরেশনর কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply