দৈনিক সিলেট বাণী সম্পাদক জাহিরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর মহানগরীর নয়াসড়ক জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মানিক পীরের (র) টিলায় মরদেহ দাফন করা হয়।
সোমবার রাত ১টা ৫ মিনিটে তিনি মহানগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোহাম্মদ রেনু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জকিগঞ্জ সমিতি ও জকিগঞ্জ মুক্ত দিবস উদযাপন পরিষদের আহবায়ক জেড এম শামসুল, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, ব্যবসায়ী ফারুক আহমদ, মোজম্মিল আলী আদই মিয়া, অ্যাডভোকেট হুমায়ূন রশিদ শিহাব, ইসলাম উদ্দিন, সাইফুর রহমান, আতাউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply