তন্দ্রা দেব রায়, মাধবপুর : দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর (মুক্তিযোদ্ধা) চত্বর এলাকায় সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত অবরোধ করে চা শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
তবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন চা শ্রমিক নেতারা। দাবি না মানা হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় জড়ো হয়ে অবরোধ সৃষ্টি করেন।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। গণপরিবহন থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার আটকা পড়ে।
চা শ্রমিকরা মহাসড়কে শুয়ে ও বসে স্লোগান দেন, ‘আমাদের সংগ্রাম-চলবে,চলবে’, ‘রুটি রুজির সংগ্রাম-চলবে চলবে, ‘পেটে যখন ক্ষিধা-মরতে নেই দ্বিধা’, ‘শেখ হাসিনা সরকার-৩০০ টাকা দরকার’।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক অবরোধস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট থাকেন।
Leave a Reply