নিজস্ব প্রতিবেদক : সিলেটের দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাস শিবু হত্যায় জড়িত আরও দুই আসামি গ্রেফতার হয়েছে।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো আজবাহার আলী শেখ ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাদেক কাউছার দস্তগীরের (অপরাধ-উত্তর) পরিকল্পনা ও প্রত্যক্ষ দিক-নির্দেশনায় ইতঃপূর্বে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের একটি দল গত ৩০ মে নারায়নগঞ্জ সদর থানার মণ্ডলপাড়া এলাকা হতে আসামি নিজাম উদ্দিনকে (৩৮, আজব উল্লাহ, রাতগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার, বর্তমান ঠিকানা জাহাঙ্গীরনগর, বিমানবন্দর থানা, সিলেট) গ্রেফতার করে।
পরে নিজাম উদ্দিনের নিকট থেকে প্রাপ্ত তথ্যের সিলেট মহানগরীর বাগবাড়ি নরসিংহ টিলা এলাকা হতে গত ৩১ মে মামলার অপর আসামি আশিকুর রহমান টিপুকে (৩৮, পিতা মৃত আইয়ুব আলী, দক্ষিণ ভবানীপুর, বাহুবল, হবিগঞ্জ, বর্তমান ঠিকানা রাজন মিয়ার বাসা, বাগবাড়ি, নরসিংটিলা, সিলেট) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে উপস্থাপন করা হলে আশিকুর রহমান টিপু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তথ্য বিবরণী
Leave a Reply