সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দেড় যুগ পেরিয়ে ১৯ বছরে পা রেখেছে।
সোমবার ছিল বিশ্ববিদ্যালয়টির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তবে করোনাকালীন সংকটের কারণে গেলো বছরের মতো এবারও এ উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শুভাকাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘সিলেটের শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার স্বপ্নে আমরা যাত্রা শুরু করেছিলাম। শুরু থেকেই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শিক্ষার গুণগতমানের উন্নতি সাধনে কাজ করে যাওয়া। সে লক্ষ্যেই আমরা দেড় যুগ অবিচল থেকেছি। সময়ের পরিক্রমায় বৃহত্তর সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এখন আপামর শিক্ষার্থীর আস্থা ও ভরসার অন্যতম নাম।’
জনসংযোগ শাখা আরো জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০০৩ সালের ৩ মে প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরীর নেতৃত্বে একঝাঁক শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে এ বিশ্ববিদ্যালয়। সিলেট সদর উপজেলার বটেশ্বরে বিশ্বমানের সকল সুযোগ-সুবিধা নিয়ে নিজস্ব ক্যাম্পাস, উন্নতমানের ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, শিক্ষা সহায়ক কার্যক্রমসহ নানা ব্যতিক্রমী আয়োজনের সম্মিলনে পথ চলছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড মো সালেহ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply