এনা, ওয়াশিংটন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে তার ঋণ অনেক। যখনই বাংলাদেশ সংকটে পড়েছে তখনই তারা এগিয়ে এসেছেন। বিশেষ করে ওয়ান-ইলেভেনের সরকারের আমলে দেশে ফেরার সময় জীবনের ঝুঁকি নিয়ে শতাধিক প্রবাসী বাংলাদেশী তার সাথে দেশে গিয়েছিলেন। প্রবাসীদের সাহসী ভূমিকার জন্য তিনি বেঁচে আছেন বলে এখনো আল্লাহর রহমতে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন।
বুধবার বিকালে ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়ার টাইসন কর্নারের রিটজ কার্লটন হোটেলের বলরুমে বৃহত্তর ওয়াশিংটনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুতে এই মতবিনিময় সভায় তেমন কোন আনুষ্ঠানিকতা ছিল না। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে তিনি জন্মদিনের অনুষ্ঠান করবে না। এ কারণে জন্মদিনের কেক কাটা হয়নি। এছাড়া ওয়াশিংটনের দলীয় কর্মীদের সাথে আলাদা আলাদা বৈঠক করার কথা থাকলেও তা তিনি করেননি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি উল্লেখ করে বলেন, হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং যতদিন ক্ষমতায় ছিলেন ষড়যন্ত্রের মাধ্যমে ছিলেন।
শেখ হাসিনা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, অপরাধীদের বিচার হচ্ছে এবং জতির জনকের হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। জাতীয় চার নেতা হত্যার বিচার সহ সকল হত্যাকাণ্ডের বিচার আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
তিনি বলেন, দেশ বিরোধীদের ঠাঁই আর স্বাধীন বাংলাদেশে হবে না।
ডিজিটাল বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
প্রায় পঞ্চাশ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্বাস্থ্য, কৃষি, প্রবাসী ও শ্রমিকদের উন্নয়ন এবং শিল্প ও বাণিজ্য খাতে সফলতা অর্জন সহ নানা ক্ষেত্রে তার সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি প্রবাসীদেরকে আরো বেশি করে দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত হবার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছি। তাই পরিবারকে তেমন সময় দেয়া হয়ে উঠে না। ওয়াশিংটনে বসেও প্রতিদিন ছয় ঘণ্টা করে অফিস করে দেশের জরুরি কাজ সমাধা করেছি। বাংলাদেশকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার সংকল্পে ঝাঁপিয়ে পড়েছি।
Leave a Reply