সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশ, জাতি, গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য খুবই ক্ষতিকর। বিগত ১৫ বছরে তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে এবং মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশে সুশাসন ও আইনের শাসন নেই। এমন অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারেনা। দেশকে বাঁচাতে হলে এই সরকারকে যেকোন মূল্যে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
২৯ ফেব্রুয়ারি বিকেলে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনের কারামুক্তি উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট জেলা শাখা আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী। অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মো কামাল হোসেন, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, অ্যাডভোকেট মো মোস্তাক আহমদ, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট খালেদ জোবায়ের, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, অ্যাডভোকেট মোরব নেওয়াজ রানা, অ্যাডভোকেট মোবারক হোসেন রনি, অ্যাডভোকেট বদরুল আলম শিপন, অ্যাডভোকেট তানভীর আখতার খান, অ্যাডভোকেট মিজান চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply