নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ জুন থেকে দেশে জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে। চলবে ২১ জুন পর্যন্ত। এবারই প্রথম মাত্র ৩ মাসের মধ্যে খসড়া ও ৬ মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
সোমবার সিলেট বিভাগীয় শুমারি স্থায়ী কমিটির সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিষয়ভিত্তিক তথ্য উপস্থাপন করেন, সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মুহাম্মদ আতিকুল কবীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক নেতা এবং দাতা সংস্থা ও এনজিও প্রতিনিধি।
সভায় জানানো হয়, দেশের এই ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১ সালের ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি হওয়ার কথা ছিল; কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি।
আরও জানানো হয়, দেশের প্রত্যেক জন ও খানাকে গণনার আওতায় আনা হবে। এ কার্যক্রম সম্পন্ন হবে ৪টি পর্যায়ে। তথ্য সংগ্রহের কাজ সহজ ও নির্ভুল করতে ৮০ থেকে ১২০টি খানার সমন্বয়ে গ্রাম/ মহল্লা ভিত্তিক গণনা এলাকা নির্ধারণ করা হচ্ছে।
এদিকে সিলেট বিভাগের ৪টি জেলাকে ৯টি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ৯ জন জেলা শুমারি সমন্বয়কারী ও ৪৩ জন উপজেলা/ থানা শুমারি সমন্বয়কারী। মূল শুমারিতে ২০ হাজার ১৬৬ জন গণনাকারী ও ৩ হাজার ৫৮৬ জন সুপারভাইজার কার্যক্রম বাস্তবায়ন করবেন। ইতোমধ্যে ২১৪ জন জোনাল অফিসার শুমারির প্রস্তুতিকাজ সম্পন্ন এবং ৫ হাজার ৪৯৫টি মৌজা ম্যাপের মধ্যে গণনা এলাকা চিহ্নিত করেছেন।
সভায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সফলে সকলের সহযোগিতা কামনা করা হয়।
উল্লখ্য, স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। এরপর আদমশুমারি ও গৃহগণনা হয় ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে। পরবর্তী সময়ে ২০১৩ সালের পরিসংখ্যান আইন অনুযায়ী এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়।
Leave a Reply