মতিউর রহমান মুন্না, গ্রিস : বৈশ্বিক মহামারি করোনা বিপর্যয়কালে দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রিস প্রবাসী বাংলাদেশীরা ১৯ তম অবস্থানে রয়েছেন।
যখন সারাবিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ছিল তখন বিদেশে কর্মরত বাংলাদেশীরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন।
বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ৩০ দেশের তালিকায় গ্রিসের অবস্থান ১৯ এ। তবে এ হিসাব কেবল বৈধ গ্রিস প্রবাসীদের। অন্য যারা এখনও বৈধতা পাননি তারা হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠান, যা এই হিসাবে আসেনি।
গ্রিস প্রবাসী বাংলাদেশীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আগ্রহী করতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ নিয়মিত বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি পরির্দশন করে থাকেন।
এর অংশ হিসেবে শনিবার রেমিট্যান্স ডে উপলক্ষে এথেন্সের ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এজেন্সি পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস ও গ্রিস আওয়ামী লীগের সহসভাপতি শেখ আল-আমীন সহ অন্যরা।
এ সময় দূতাবাস কর্মকর্তাবৃন্দ ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করেন।
Leave a Reply