জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে বিরল রোগে আক্রান্ত এক স্কুল ছাত্রের সন্ধান পাওয়া গেছে। তার বাড়ি কজাপুর গ্রামে। বাবা প্রবাসী আব্দুল বাসিত। সে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের তিনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র। অথচ তাকে দেখতে ৩০/৩৫ বছর বয়সী লাগে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অন্য শিক্ষার্থীদের সাথে স্কুলড্রেস পড়ে বসে আছে আব্দুন নূর নামের অস্বাভাবিক আকৃতির একজন। তার শরীরের চামড়া শুষ্ক। তাও ঝুলে পড়েছে। মাথা বড়। চুল নেই। নেই চোখের ভ্রু। মুখটা ছোট। হাত ও আঙ্গুলের হাড়গুলো স্পষ্ট ভেসে উঠেছে। চলাফেরায় ধীরগতি। দেখলেই বুঝা খুব দুর্বল হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা আব্দুল্লাহ আল মেহেদীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগটি প্রজেরিয়া নামের জ্বীন ঘটিত একটি বিরল রোগ। দেশে এ ধরনের কোন রোগীর সন্ধান ইতোপূর্বে মেলেনি। এটি বংশানুক্রমিক বা উত্তরাধিকার সূত্রের কোন রোগ নয়। এ রোগ সম্পর্কে বিজ্ঞানীদেরও অনেক কিছু অজানা। নিরাময়ে কোনো চিকিৎসাই সফল হয়নি। রোগটি চিহ্নিত করা গেলেও চিকিৎসা জানা নেই। পজেরিয়ায় আক্রান্ত শিশুরা গড়ে ১৩-১৫ বছর বাঁচে।
তিনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময় নাথ জানান, বিরল রোগে আক্রান্ত হলেও আব্দুন নূর লেখাপড়ায় বেশ মেধাবী। সে কথা বলে খুবই আস্তে। অন্য শিক্ষার্থীরা তাকে ভয় পায়।
শিশুটির মা রাবিয়া বেগমের সাথে কথা হলে তিনি জানান, ছেলেকে নিয়ে অনেক চিকিৎসকের কাছে গেছেন; কিন্তু ফল হয়নি। চিকিৎকরা জানিয়েছেন, এ রোগের কোন চিকিৎসা নেই।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী বলেন, এই শিক্ষার্থীকে প্রতিবন্ধী তালিকায় অর্ন্তভুক্ত করার চেষ্টা চলছে।
Leave a Reply