দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর বন্দরবাজারে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যখাতে যন্ত্রপাতি কেনাকাটা, করোনাকালে নিম্নমানের মাস্ক ও পিপিই সরবরাহে ব্যাপক দুর্নীতি এবং নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট প্রদানসহ নানা অনিয়মের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
বক্তারা অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের হত্যারও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
এছাড়া সভায় দেশের দুর্নীতি ও নৈরাজ্য বন্ধে অবিলম্বে ন্যায়পাল নিয়োগ করার জন্য উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া আগামী ২ সেপ্টেম্বর দুর্নীতি ও নৈরাজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি নেওয়া হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা অরুণ কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ, দক্ষিণ সুরমা শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, কয়েছ আহমদ সাগর, মানবাধিকার নেতা সৈয়দ আকরাম, আল শাহান, যুবনেতা ইউনুছ আহমদ, আমিরুল হোসেন চৌধুরী (আমনু) প্রমুখ।
Leave a Reply