নিজস্ব প্রতিবেদক : গণফোরামের সাধারণ সম্পাদক ড রেজা কিবরিয়া বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় গণতান্ত্রিকভাবে বিরোধিতা করারও জায়গা নেই।
তিনি আরো বলেছেন, গণফোরাম গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়। তাই দলকে শক্ত সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এলক্ষ্যে কাজ চলছে।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড রেজা কিবরিয়া বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে রাখায় বর্তমান সরকারের উপর জনগণের আস্থা নেই।
ড রেজা কিবরিয়া জানান, ঐক্যবদ্ধ আন্দোলনে গণফোরাম বিএনপিকে সঙ্গে রাখছে। তবে রাজনীতি সহ কোন ক্ষেত্রেই জামায়াতে ইসলামী কিছু করার ক্ষমতা রাখে না।
দেশে বৈষম্য অনেক বেড়ে গেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে গণফোরামের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট আনসার খানও উপস্থিত ছিলেন।
Leave a Reply