বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের জোয়ার উঠেছে। বিএনপির ডাকে মানুষ এখন ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। জনতার বাধভাঙ্গা জোয়ার দেখে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তাই দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশ বানচালের ষড়যন্ত্র শুরু করেছে; কিন্তু সরকারের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিএনপির সমাবেশগুলো জনসমুদ্রে পরিনণত হচ্ছে। আর তা কেবল সম্ভব হয়েছে ঐক্যবদ্ধ শক্তিশালী তৃণমূল বিএনপির কারণে। এজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলের মাধ্যমে তৃণমূল বিএনপি পুনর্গঠনের উপর গুরুত্ব দিয়েছেন।
শনিবার সিলেট মহানগর ১ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদিক মিয়ার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিটি কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধন করেন মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান ও মহানগর সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
সম্মেলনে সভাপতি পদে মুফতি রায়হান উদ্দিন মুন্না ও এজহারুল হক মন্টু, সাধারণ সম্পাদক পদে নজির হোসেন ও সৈয়দ রাজন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মুনতাসির সাব্বিহ ও জামাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply