সারা দেশ মাতিয়ে এবার ওয়ার্ল্ড ট্যুর করার উদ্দেশে বিদেশে পাড়ি জমালো ‘আয়নাবাজি’। অতি শীঘ্রই ‘আয়নাবাজি’ সারা বিশ্বে ভেল্কি লাগাতে যাচ্ছে।
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় সম্পূর্ণ দেশে চিত্রায়িত আর্ন্তজাতিক মানের চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নিয়ে দর্শকদের উচ্ছাস ছিল লক্ষ্যণীয়। মুক্তির অনেক আগে থেকেই দেশি বিদেশী গণমাধ্যমের আলোচনায় মুখরিত ছিল এই ‘আয়নাবাজি’। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রর্দশিত হয় ছবিটি এবং পরে যুক্তরাষ্ট্রের সিএটেল সাউথ এসিয়ান চলচিত্র উৎসবে বেস্ট নেরেটিভ ফিল্ম উপাধি লাভ সহ বিশ্বের বিভিন্ন নামী-দামী চলচ্চিত্র উৎসবে অনেক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply